রাজীব কুমারকে ধরতে এবার সুপ্রিম কোর্টে সিবিআই
Odd বাংলা ডেস্ক: রাজীূব কুমার তরজা অব্যাহত। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির রক্ষাকবচকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি করার পর শীর্ষ আদালতে আবেদন করেছে সিবিআই। হাইকোর্ট জানিয়েছিল, রাজীব কুমারের মামলাটি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার মতো নয়। ২৫০০ কোটি টাকার কেলেঙ্কারি সারদা কাণ্ড। বহু মানুষ সর্বস্বান্ত হন এই চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়। রাজীবের বিরুদ্ধে অভিযোগ, সারদা কাণ্ডের ফাইনাল চার্জ শিট তৈরির আগে বহু প্রমাণ নষ্ট করেছেন তিনি। সারদা মামলায় রাজ্য সরকার গঠিত সিটের সদস্য ছিলেন রাজীব। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে ওই তদন্তভার ন্যস্ত করে। তার আগে তদন্তের জন্য রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল তাতে ছিলেন রাজীব। সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন তিনি।
Post a Comment