ধেয়ে আসছে ঘূর্নিঝড় কিয়ার! পশ্চিম উপকূলে জারি লাল সতর্কতা


Odd বাংলা ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত পর্যটকদের গোয় সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে। ভারতের মৌসম ভবনের সূত্রে খবর, এই কদিন সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে মরশুমের সিক্ততম দিওয়ালি প্রত্যক্ষ করতে চলেছে গোয়া। 

ভারতের আবহাওয়া দফতরের তরফে আগে থেকেই রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। কারণ দিনে দিনে গোয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে যে, তারা সাধারণত পর্যটকদের উদ্দেশে সতর্কতা জারি করেন না, কিন্তু পশ্চিম উপকূলে ধেয়ে আসতে চলেছে সাইক্লোন কিয়ার, আর তার ফলে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর সেই কারণেই পর্যটকদের উপকূলবর্তী এলাকায় যেতে নিষেধ করা হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.