যথেষ্ট হয়েছে, আজ বিকেল পাঁচটাতে জানা যাবে অযোধ্যা কার?


Odd বাংলা ডেস্ক: শেষ হচ্ছে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি। বুধবার বিকেল ৫টায় অযোধ্যা মামলার শুনানি শেষ করা হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এদিন অযোধ্যা মামলার শুনানির ৪০ তম দিনে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘যথেষ্ট হয়েছে। আজই এ মামলার শুনানি শেষ করতে হবে’’। উল্লেখ্য, অযোধ্যা মামলার শুনানি আজ যে শেষ করতে চায় দেশের শীর্ষ আদালত, তা গতকালই স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৬ অগাস্ট থেকে এ মামলার দৈনিক শুনানি শুরু হয়েছিল। এর আগে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, অযোধ্যায় জমি বিবাদ সংক্রান্ত মামলায় দৈনিক শুনানি শেষ করা হবে ১৭ অক্টোবরের মধ্যে। শীঘ্রই এ মামলায় দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।
Blogger দ্বারা পরিচালিত.