লজ্জা! অভিনেত্রী স্বস্তিকাকে করা এই ব্যাক্তির ম্যাসেজ আসলে দুর্গা পুজো করা বাঙালির মুখে কাদা লেপে দিয়েছে!


Odd বাংলা ডেস্ক: Perversion বা বিকৃতি মানুষের মধ্যেই যে রয়েছে এবং ভদ্রলোকের মুখোশের তলটা যে এতটা নোংরা হতে পারে সেটার আবার প্রমান পাওয়া গেল। অভিনেত্রী স্বস্তিকাকে করা এই ম্যাসেজগুলো দুর্গা পুজোর চারদিন মহামায়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা  বাঙালির মুখে এক থাবা কাদা ছিটিয়ে দিয়েছে। আইন আছে। সেটা নিজের পথে চলবেও। কিন্তু শাস্তি কি সব কিছুর শেষ কথা? 

একজন অভিনেত্রী সিনেমাতে নগ্ন হয়েছেন বলে কি তিনি তাঁর আত্মমর্যাদা হারিয়েছেন? একজন পতিতা যেমন সমাজের বুকে জমে থাকা আবর্জনাকে বয়ে নিয়ে যায়, সে নিজে কিন্তু নোংরা নয়। নোংরা হল সমাজ।  তেমনই একজন অভিনেত্রীকে দেখে আপনার যদি নোংরা চিন্তা মাথায় আসে তাহলে বুঝবেন আপনি বিকৃত যৌন চিন্তা মাথায় নিয়ে ঘোরেন।  এবং সেটাকে দ্রুত নিরাময়ের ব্যবস্থা করুন। 


ইতিহাস বলছে সিনেমায় কাজ করা বিষয়টাকে একটা সময় নোংরা মনে করা হত। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী ও সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সেটা ভোগ করতে হয়েছে। কিন্তু স্বস্তিকাকে করা এই ম্যাসেজ দেশের "বেটি বাঁচাও বেটি পড়াও" ক্যাম্পেইনের গালে সপাটে চড় কষিয়ে দিয়েছে। দেশে সবচেয়ে আগে দরকার #Beti_ka_samman_karo


Blogger দ্বারা পরিচালিত.