দু'মুখো সাপ- কথার কথা নয়, সত্যি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
Odd বাংলা ডেস্ক: ঘরের মধ্যে যদি হঠাৎ দেখেন সাপ, তাহলে আপনি কী করবেন, আর সেই সাপ যদি হয় দু'মুখো সাপ, তাহলেই বা আপনি কী করবেন! এক কৃষক তাঁর বাড়ি থেকে উদ্ধার করলেন এই দুই মুখওয়ালা সাপ। ঘটনাটি ঘটেছে চিনের শেনঝৌ প্রদেশে।
আচমকাই নিজের ঘরের মধ্যে এইরূপ দুই মাথাওয়ালা সাপ দেখে তিনি সেটিকে একটি পাত্রের মধ্যে ভরে রাখেন। ইতিমধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে সারা গ্রামে। খবর পেয়ে দূর দুরান্ত থেকে মানুষ দেখতে আসেন সেই দুই মাথাওয়ালা সাপটিকে। প্রতৃতির এমন অবাক করা সৃষ্টি দেখে সকলেই কার্যত হতবাক।
দেখুন সেই ভিডিও-
A two-headed snake broke into a farmer's yard in Shenzhou, N China's Hebei, and escaped later. Have you ever seen any "fantastic beasts" in your life? pic.twitter.com/YKzU0IUdji— People's Daily, China (@PDChina) October 23, 2019
বিরল প্রজাতির এই সাপের ভিডিওটি প্রকাশ করেছে পিপলস ডেইলি চায়না। ভিডিওটি প্রকাশ হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আর হবে নাই বা কেন নেট দুনিয়া ছাড়া এমন দৃশ্য যে বড় একটা দেখাও যায় না। তবে অসাবধানতায় কেউ ওই পাত্রটি উল্টে দেন বলে সাপ বাবাজি সুযোগ বুঝে পালিয়ে যান।
Post a Comment