কে মহাকালী, কে-ই বা শ্মশানকালী, দেবীর কোন রূপকে বলা হয় দক্ষিণাকালী, রইল সব তথ্য


Odd বাংলা ডেস্ক: হিন্দু পুরাণ অনুসারে দেবী কালী হলেন সবচেয়ে শক্তিশালী দেবীদের মধ্যে অন্যতম। মা কালী তাঁর চলার পথের সামনে যাবতীয় ধ্বংসাত্মক, যাবতীয় কুফলকে হত্যা করেছিলেন। কালীর এক একটি রূপের এক একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন সেগুলি কী কী   

দক্ষিণা কালী- মা কালী যখন তাঁর ডান পা শিব ঠাকুরের বুকের ওপর রাখেন এবং বাম হাতে খর্গ ধারণ করেন, তখন তাঁকে বলা হয় দক্ষিণা কালী।

মহা কালী- মহাকালী হলেন তিনি যাঁর দশটি মাথা, দশটি পা এবং দশটি হাত রয়েছে। মায়ের প্রত্যেকটি হাত হিন্দু ধর্মের নিয়মানুসারে আলাদা আলাদা শক্তির উৎস হিসাবে বর্ণনা করা হয়ে থাক

শ্মশান কালী- মা কালী যখন তাঁর বাম পা শিব ঠাকুরের নুকের ওপর রাখেন এবং ডান হাতে খর্গ ধারণ করেন তাহলে মায়ের সেই রূপ শ্মশান কালী নামে পরিচিত। 
Blogger দ্বারা পরিচালিত.