অর্থমন্ত্রীর হাত ধরে প্রকাশ্যে এল বিশেষ ১২৫ টাকার কয়েন



Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার এক বিশেষ ১২৫ টাকার কয়েন প্রকাশ্যে আনলেন। পশ্চিমের বিখ্যাত তথা যোগের জনক পরমহংস যোগানন্দ-এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অর্থমন্ত্রী এদিন এই বিশেষ স্মারক কয়েনটি প্রকাশ করেন।

এক আধিকারিক এদিন এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, যোগোতা সতসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া এবং সেল্ফ-রিয়েলাইজেশন ফেলোশিপ নামে দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন এই পরমহংস যোগানন্দ। এই সংস্থায় যেসব গুরুরা রয়েছেন, তাঁদের বার্তা জাতি-ধর্ম নির্বিশেষে সর্বজনীন। 



এদিন ১২৫ টাকার কয়েনের উদ্বোধনে এসে নির্মলা সীতারমণ বলেন, ইনি এমন এক যোগী ছিলেন, যার বার্তা কোনও নির্দিষ্ট চিন্তাভাবনা বা ধর্মভিত্তিক নয়। তিনি তাঁর মতাদর্শকে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বিশ্বের সকল মন এবং হৃদয়কে এক সূত্রে বাঁধার জন্য ভারতবর্ষ তাঁকে মনে রাখবে। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। কালচার সেক্রেটারি অরুণ গোয়েল এবং স্বামী বিশ্বনন্দ গিরি। 
Blogger দ্বারা পরিচালিত.