সাইবার ক্রাইমে দেশে ১ নম্বর উত্তরপ্রদেশ, তালিকাতে আছে পশ্চিমবঙ্গও


Odd বাংলা ডেস্ক: এনসিআরবির তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে এরকম একটি তথ্য লোক সম্মুখে এসেছে। পুলিশ এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়্যাটসঅ্যাপে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। লোকসভা ভোটের আগে সেটা কয়েকগুণ বৃদ্ধি পায়। ভোটের পরেও ভুয়ো খবর ছড়ানো নজরে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, সাইবার অপরাধের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ। ২০১৭ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশেই শিশু নির্যাতন, যৌন হেনস্থা, বেআইনি লেনদেনের মতো অভিযোগ জমা পড়েছিল ৪৯৭১টি। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৩৬০৪টি। কর্নাটকের স্থান তৃতীয়ে। এ রাজ্য থেকে শিশু পাচার, যৌন নির্যাতনের মতো অভিযোগ জমা পড়েছে ৩১৭৪টি। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে দেশে শিশুদের উপর নির্যাতনের হার বেড়েছে ১১ শতাংশ। ২০১৫ সালে শিশুদের উপর নির্যাতনের নথিভুক্ত অভিযোগের সংখ্যা যেখানে ছিল ৯৪ হাজার ১৭২, সেখানে ২০১৬ সালে এ সংক্রান্ত ১ লক্ষ ৬ হাজার ৯৫৮টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এনসিআরবি জানিয়েছে, বাড়তে থাকা অপরাধের তালিকায় দিল্লি ও পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই।
Blogger দ্বারা পরিচালিত.