কলকাতার রাইটার্স বিল্ডিং-এর ভৌতিক ঘটনা


Odd বাংলা ডেস্ক: মূলত কলকাতার স্থানীয় প্রশাসনিক কর্মচারীদের জন্য ব্রিটিশ আমলে বানানো হয় এই রাইটার্স বিল্ডিং। কিন্তু বিল্ডিংটি ছিল কর্মচারীদের তুলনায় অনেক বেশি বড়। এমনকি জানা যায় যে- এখানে এমন বহু ঘর হয়েছে যেগুলি কখনও খোলা হয়নি, খোলার প্রয়োজনও হয়নি। অনেকের ভাষ্যমতে, প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি অনেক অনৈতিক কাজও হতো এখানে। ব্রিটিশরা সে সময়কার প্রতিবাদী স্থানীয় ব্যাক্তিদের এখানে ধরে এনে অত্যাচার করতো। এমনকি মেরে ফেলতো। কথায় আছে, ব্রিটিশদের এসব অত্যাচারের কাহিনী নাকি মহাকরণের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতো। কখন থেকে ভুতুড়ে কর্মকান্ড শুরু হল? ব্রিটিশদের নিপীড়নে মৃত্যুবরণ করা ব্যক্তিদের আত্মা নাকি স্থানটি ছেড়ে কখনও যায়নি। ফলে প্রশাসনিক ভবন হিসেবে চালু করার পর থেকেই এখানে নানান অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে নবান্ন শুরু হওয়ার ঠিক আগে প্রতিবছর এই ভবনে শুরু হয়ে যেত নানান রহস্যজনক ঘটনা। হঠাৎ করেই চিৎকার ভেসে আসা, হঠাৎ করে বিল্ডিং এর সব লাইট এক সাথে নিভে যাওয়া আবার জ্বলে ওঠা, বিল্ডিং জুড়ে গমগম শব্দ হওয়া, হঠাৎ করে প্রচন্ড শীত অনুভূত হওয়া- এমন নানান ঘটনা ঘটতো এই বিল্ডিং এ। এসকল কারণে সন্ধ্যার পর থেকে এখানে আর কেউই কাজ করতে চাইতেন না। এই ভবনের আশেপাশে যাদের বাড়ি, তাঁরা বলেন, এখনও মাঝেমধ্যেই নাকি রায়টার্স বিল্ডিং থেকে হাড় হিম করা শব্দ শোনা যায়।


এই স্থানে দীর্ঘদিন দায়িত্বে থাকা একজন নৈশপ্রহরী জানিয়েছেন- “রাত নামলে রাইটার্স বিল্ডিং এর জনশূন্য অলিন্দ যেন হয়ে ওঠে অশরীরীদের আখড়া। এই রাইটার্স বিল্ডিংয়ের পাঁচ নম্বর ব্লকটি মোটেই সুবিধার স্থান নয়। রাত নামতেই এখানকার বারান্দা দিয়ে কারা যেন হেঁটে বেড়ায়। দৌড়ে গিয়েও দেখা যায় না কাউকেই। এখানকার ঘরগুলো থেকে শোনা যায় একটানা টাইপের আওয়াজ। দোতলায় কারা যেন ভেসে উঠে মুহূর্তেই মিলিয়ে যায়”। কিভাবে রাইটার্স বিল্ডিং ভুতুড়ে স্থানে পরিণত হল? ১৮ শতকের ইতিহাস ঘাটলে দেখা যায় যে, এখানেই একসময় ছিল কুখ্যাত সেই কলাগাছের জঙ্গল যেখানে ব্রিটিশরা অনেক সাধারণ মানুষকে মেরে পুতে রেখেছিল। একবার বেশ কয়েকজন ইংরেজকে এখানেই কবর দেওয়া হয়েছিল বলেও জানা যায়। লর্ড ভ্যালেনটিনের তথ্য মতে, ওয়েস্টার্ন অঞ্চলের মতো ঘোড়ায় টানা গাড়ির খেলা বা ডুয়েল (বন্দুকযুদ্ধ) চলত এই এলাকায়। হর হামেশা লেগে থাকত খুন-জখমের মত ঘটনা। এমন বহু ঘটনার কথা আজও এই এলাকায় মানুষের মুখে মুখে ফেরে। আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এখানে- বৃটিশদ বিরোধী আন্দোলনের সময় বিনয়-বাদল-দীনেশের মত স্বাধীনতাকামী সৈনিকদের হাতে কর্নেল সিমসন খুন হয়েছিলেন। সব মিলিয়ে খোদ এই সরকারি দপ্তরটিতে অশরীরীদের অস্তিত্ব আজও অস্বীকার করতে পারেন না কেউই।
Blogger দ্বারা পরিচালিত.