বাড়ি গিয়ে নিজের প্রেমিককে জ্যান্ত জ্বালিয়ে দিল প্রেমিকা! কারণ জানলে শিউরে উঠবেন


Odd বাংলা ডেস্ক: এক তরুণী তাঁর প্রেমিকের বাড়িতে গিয়ে তাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাজারিয়ায়। আচমকাই এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় কার্যত হতবাক হয়ে যান ওই যুবকের বাড়ির লোকজন। তাকে জ্যান্ত পুড়তে দেখে, কোনওরকমে তার আগুন নিভিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এমন কাজ করল সেই তরুণী? সূত্রের খবর, বাজারিয়ার ওই যুবকের সঙ্গে সিসামাউ বড় চৌরাহার ওই তরুণীর একটা প্রণয়ের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি যুবকের বাড়ি থেকে তার অন্য কোথাও বিয়ে ঠিক করা হয়েছিল। আর এই গোটা বিষয়টি ওই নিজের প্রেমিকাকে জানিয়েছিল ওই যুবক। তা শুনে তাঁর প্রেমিকা তাঁকে জোর করে থাকে যে পরিবারের বিরুদ্ধে গিয়ে সে যে এখুনি তাকে বিয়ে করে নেয়। কিন্তু যুবকটি তখন তাকে বিয়ে করতে অস্বীকার করে। 

এরপর সেইদিন সন্ধেবেলায় মেয়েটি ওই যুবকের বাড়ি আসে এবং তার গায়ে কোরোসিন তেল ঢেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। আর এই গোটা ঘটনাটির একটি ভিডিও রেকর্ডিং করে যুবকের বাড়ির লোক। এরপর কোনও প্রকারে তার আগুনি নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে। বাজারিয়া থানার ইন্সপেক্টর জানিয়েছেন গোটা বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। যুবকটির পরিবারের তরফে কোনও তথ্যই প্রকাশ করা হচ্ছে না। তবে তদন্ত জারি রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.