সৎ ছেলের কন্যা সন্তানকে ছাদ থেকে ফেলে মেরে ফেললো ঠাকুমা
Odd বাংলা ডেস্ক: এই তো কয়েকদিন আগে কন্যা সন্তান কালো বলে মেরে ফেললো বাবা । এবারের ঘটনায় হত্যাকারী নিজেও নারী। ছোট্ট শিশুর ঠাকুমা এভাবে মেরে ফেলেছে শিশুটিকে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মালাড থানার পুলিশ সেখানে এসে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, প্রথমে বাড়ির লোকেরা জানান, ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে জিয়ার। সেই সময় জিয়ার সঙ্গে তার ঠাকুমা ৫০ বছরের রুকসানা ওবেদুল্লাহ আনসারি ছিলেন বলে জানা যায়। রুকসানার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ করে পুলিশ। তাঁকে আরও জেরা করতেই সত্যি কথা বেরিয়ে পড়ে। তিনি জানান, জিয়ার বাবা ইজাজ আনসারি তাঁর সৎ ছেলে। সেই রাগেই নাতনিকে ছুড়ে ফেলে দিয়েছেন তিনি।
Post a Comment