বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ বানিয়ে রেকর্ড গড়তে চলেছে অসম, দ্বীপ জ্বলবে ৩১ অক্টোবর পর্যন্ত


Odd বাংলা ডেস্ক: দিওয়ালি উপলক্ষ্যে শনিবার গুয়াহাটির দিঘোলি পুখুরিতে বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ জ্বালানো হবে। বৃহত্তম এই প্রদীপটির উচ্চত প্রায় ২ ফুট, এবং এর ব্যাস প্রায় ৮ ফুট। সেই সঙ্গে এর ২০০ লিটার তেল ধারণের ক্ষমতা রয়েছে। 

উত্তর-পূর্ব ভারতের একটি সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা ম্যাক্স সিমেন্ট, যারা মূলত এই সিমেন্টের প্রদীপটি তৈরির দায়িত্বে ছিল, তারা লিম্বা বুক অব রের্কড গড়ার অপেক্ষা করছেন। প্রসঙ্গত, দিওয়ালির সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন ওতপ্রোতভাবে জড়িত। এই বিশেষ দিনে সাধারণ মানুষ প্রদীপ দিয়ে সারা বাড়ি সাজিয়ে থাকেন। এমনকী দিওয়ালি শব্দটিও সংস্কৃত শব্দ দীপাবলি থেকে এসেছে, যার অর্থ সারি সারি প্রদীপ। 

বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ বানিয়ে আলো জ্বালিয়ে একক প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধেও একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছে। এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেবেন সমাজকর্মী, সেলিব্রিটি এবং বিশিষ্ট মানুষেরা। প্রদীপটি জ্বলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রসঙ্গত এর আগে সবচেয়ে বড় প্রদীপটি প্রস্তুত করেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সুরজকুণ্ড ধাম সমিতি এবং লক্ষ্মী পুজো নবযুবক কমিটি। প্রায় ১৫০ কেজি ওজনের সেই প্রদীপটি দৈর্ঘ্যে ছিল ১৩০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪৫ সেন্টিমিটার। প্রদীপের তেল ধারণ ক্ষমতা ছিল ১০১ লিটার। 
Blogger দ্বারা পরিচালিত.