শীতকালে চুলের যেকোনও সমস্যার সমাধানে হাতে এই তেল ব্যবহার করুন মাত্র ২ ফোঁটা, তারপর তফতটা দেখুন



Odd বাংলা ডেস্ক: শীতকাল মানে ত্বকও চুলের হাজার একটা সমস্যা। বিশেষত শীতকালেই খুশকীর প্রকোপ বাড়ে। যার ফলে চুলের গোড়া অনেকটা আলগা হয়ে যায়, এবং চুল পড়ে যায়। তবে সারা বছরই এই চুল পড়ার সমস্যা থাকলেও শীতকালে চুল পড়ার পরিমাণ কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যায়। 

কিন্তু এই সব সমস্যার সমাধান হতে পারে ক্যাস্টর অয়েল। এই তেল সামান্য পরিমাণে আপনার রেগুলার হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। এরপর সারা স্ক্যাল্পে লাগিয়ে নিন। এই তেল আপনার চুলের যে যে সমস্যার হাত থেকে বাঁচায় সেগুলি হল- 

  • চুল পরে যাওয়া বা মাখান থেকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়।
  • চুলের অকালপক্কতা রোধ করে।
  • স্ক্যাল্পের পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতে বিশেষভাবে সাহায্য করে। 
  • অকালে চুলের গোঁড়া নরম হয়ে চুল পড়া রোধ করতে বিশেষ ভুমিকা পালন করে।
  • মাথার তালুতে যেকোনও ধরণের খোস-পাচড়া, চুলকানি দূর করে। 
  • নতুন চুল গজাতে সাহায্য করে। 
  • চুলের রুক্ষভাব দূর করতে বিশেষভাবে কার্যকর। 
  • চুলে বারবার জট বেধে গেলে মাথায় লাগান ক্যাস্টর অয়েল। চুল থাকবে সিল্কি এবং মোলায়েম, ফলে চুলে আর জট পড়বে না। 
Blogger দ্বারা পরিচালিত.