ব্রেক আপের পর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারবে না মেয়েরা


Odd বাংলা ডেস্ক: বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলেটির বিরুদ্ধে প্রেমিকা ধর্ষণের অভিযোগ তুলেছে। কিন্তু এবার প্রেমিক-প্রেমিকার উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন হওয়ার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ করলে তা কোনওভাবেই অপরাধ বলে ধরা হবে না। এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট এও বলে, প্রেমিকা যদি যৌন সম্পর্কে না বলে, তাহলে যেমন তাঁর মতকে সম্মান জানানো বাধ্যতামূলক, তেমনই হ্যাঁ বলার মানে হ্য়াঁ-ই থাকবে। আসলে ২০১৬ থেকে চলা একটি মামলাকে কেন্দ্র করে এই রায় দিয়েছে আদালত। ২০১৬ সালে প্রেমিকের সঙ্গে একটি হোটেলের ঘরে স্বইচ্ছায় যান এক যুবতী। সেখানে দু’জনের মিলিত সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপিত হয়। যুবতীর দাবি, সেই সময়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন প্রেমিক। কিন্তু তারপরেই তাঁর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেন। এরই ভিত্তিতে পুলিশে ধর্ষণের অভিযোগ লেখান ওই যুবতী। কিন্তু পরে তাঁর কোনও অভিযোগই প্রমাণিত হয় না। মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত। এবং শুক্রবার অবশেষে এই রায় দিয়েছে আদালত। 
Blogger দ্বারা পরিচালিত.