ফুঁসছে ধানসিঁড়ি, প্রবল বন্যার কবলে নাগাল্যান্ড, বিধ্বস্ত প্রায় ৩০০ মানুষ



Odd বাংলা ডেস্ক: বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধানসিঁড়ি এবং দিফু নদী। যার জেরে প্রবল বন্যার কবলে পড়েছে নাগাল্যান্ডের দিমাপুরের বেশ কয়েকটি গ্রাম। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ পরিবার। টানা ৭২ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে দিফু এবং ধানসিঁড়ি নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই নদী সংলগ্ন এলাকা কার্যত প্লাবিত হয়েছে। 

বন্যা কবলিত মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলস-এর কর্মীরা। ক্রমাগত বাড়তে থাকা জলস্তরের কারণে বন্যা কবলিত এলাকা থেকে মহিলা, শিশু-সহ অসংখ্য মানুষকে উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে ডোমোখিয়া গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে রয়েছে হাঁটু সমান জল। 




ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলস-এর কর্মীদের পাশাপাশি উদ্ধারকার্যে হাত লাগিয়েছে জেলা প্রশাসনও। বন্যা কবলিতদের যথা সম্ভব নিরাপদ স্থানে এবং অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছিলেন তাঁদের পর্যাপ্ত পানীয় জল এবং গরম খাবার সরবরাহ করা হয়েছে বলে জানা গিয়েছে। 


Blogger দ্বারা পরিচালিত.