এই দেশে এবার থেকে ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতীয়রা


Odd বাংলা ডেস্ক: বিদেশে গেলে ভিসা সংগ্রহের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিলে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনাকে আর ভিসা সংগ্রহ করতে হবে না। এমনটই জানালেন ব্রাজিলের চরম দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

এদিন চিন সফরে এসে এমন সুখবর দিলেন বলসোনারো। এদিন তিনি বলেন ভারতীয় এবং চিনা পর্যটকরা বা ব্যবসায়ীরা ব্রাজিল যেতে চাইলে আর ভিসার প্রয়োজন হবে না। চরম দক্ষিণপন্থী এই রাষ্ট্রনেতা চলতি বছরের শুরুতে ব্রাজিলের ক্ষমতায় এসেছেন। তারপরই বেশ কয়েকটি উন্নত দেশ থেকে ভিসার প্রয়োজনীয়তা হ্রাস করার নীতি গ্রহণ করেছেন। এবার চিন সফরে এসে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতেও এই ভিসার প্রয়োজনীয়তা হ্রাসের কথা ঘোষণা করেন। 

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ব্রাজিলিয়ান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা হ্রাস করার সিদ্ধান্তটি ঘোষণা করে। যদি এই দেশগুলি ব্রাজিল থেকে আগত পর্যটকদের এই ভিসা প্রয়োজনীয়তা বাদ দেননি। 
Blogger দ্বারা পরিচালিত.