উল্টে যাত্রীদের ১ লাখ টাকা ফাইন দিল ভারতীয় রেল


Odd বাংলা ডেস্ক: ট্রেনে উঠলে টিটি ঘুষ খাবে। আরপিএফ চোখে দেখিয়ে টাকা তুলবে এটাই তো আমাদের দেশের স্বাভাবিক চিত্র। কিন্তু এবার সেই চিত্রটাই বদলে গেল। এবার রেল ঘুষ দিল যাত্রীদের। গত ৫ অক্টোবর চালু হয়েছে প্রথম রেলের বাইরের কোনও সংস্থা পরিচালিত ট্রেন তেজস এক্সপ্রেশ। ১৯ অক্টোবর নির্ধারিত সময় সকাল ৬টা ১০-এর পরিবর্তে সকাল ৯টা ৫৫-য় দিল্লিগামী তেজস এক্সপ্রেস লখনউ স্টেশন ছাড়ে। টাইমটেবল অনুযায়ী, দিল্লি পৌঁছনোর কথা ছিল বেলা ১২টা ২৫ মিনিটে কিন্তু পৌঁছয় বেলা ৩টে ৪০ মিনিটে। উল্টো দিকে দিল্লি থেকে নির্ধারিত সময় বিকেল ৩টে ৩৫-এর পরিবর্তে তেজস এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা সাড়ে ৫টায়। ট্রেনটি রাত ১০টা ৫-এর পরিবর্তে প্রায় দেড় ঘণ্টা লেট করে রাত সাড়ে ১১টায় লখনউ পৌঁছয়।    
Blogger দ্বারা পরিচালিত.