সুখবর, ফের চালু হতে চলেছে কলকাতা-মালদা হেলিকপ্টার পরিষেবা


Odd বাংলা ডেস্ক: প্রায় বন্ধ হতে বসেছিল মালদা-কলকাতা রুটের হেলিকপ্টার পরিষেবা। তবে সেই পরিষেবা ফের শুরু করতে বিশেষভাবে নজর দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ধুঁকছিল মালদা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা। কিন্তু এবার যাত্রীদের স্বাচ্ছন্দের বিষয়টি মাথায় রেখেই রাজ্যের পরিবহন দফতরের তরফে এই বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে খবর।

কেন বন্ধ হয়ে যেতে বসেছিল কলকাতা-মালদা হেলিকপ্টার পরিষেবা?- সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে পর্যাপ্ত পরিমাণে যাত্রী না হওয়ায় কার্যত বন্ধ হয়ে যেতে বসেছিল হেলিকপ্টার পরিষেবা। কিন্তু চলতি মাস থেকে একটু একটু করে এই যাত্রী সমস্যা দূর হচ্ছিল বলে জানা গিয়েছে। বুধবার দিনই একটি হেলিকপ্টার তিনজন যাত্রী নিয়ে কলকাতা এসেছিল বলে খবর। 

সূত্রের খবর, বিগত কয়েক মাসে বর্ষার কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে ঠিকমতো যাত্রী হচ্ছিল না। তবে চবতি মাস থেকে যাত্রীরা যাতায়াত করতে চাইছেন। বিশেষত পর্যটকরা এই পরিষেবা নিতে পারেন বলে আশা প্রকাশ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। 
Blogger দ্বারা পরিচালিত.