রুপোলি পর্দায় লালু ম্যাজিক! আসছে লালু প্রসাদ যাদবের বায়োপিক, মুখ্য চরিত্রে কারা


Odd বাংলা ডেস্ক: এর আগেও বহু নামি-দামি ব্যক্তিদের জীবনী ফুটে উঠেছে সিনেমার পর্দায়। তবে এবার সেই স্রোতে নাম লেখাতে চলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। লালু প্রসাদের বর্ণময় জীবন এবার ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায়। 

ছবির নাম 'লালটেন'। হিন্দিতে লন্ঠন বা হ্যারিকেনকে লালটেন বলা হয়, এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক যেহেতু হ্যারিকেন সেহেতু সিনেমার নামও তাই রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে লালুপ্রসাদ যাদবের ভুমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় ভোজপুরী অভিনেতা যশ কুমার এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন ভোজপুরি অভিনেত্রী স্মৃতি সিনহা। 

লালুপ্রসাদের জীবনেরক নানা বর্ণময় ঘটনা ফুটে উঠবে এই ছবিতে। ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বড় পর্দায় আসতে চলেছে। বিহার এবং গুজরাতের বিভিন্ন অঞ্চলে এই ছবির শ্যুটিং-এর কাজ চলেছে বলে খবর।
Blogger দ্বারা পরিচালিত.