799 টাকা দিয়ে পান 8 GB RAM যুক্ত স্মার্টফোন
Odd বাংলা ডেস্ক: একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে এখন জিও ৷ জিওকে টেক্কা দিতে বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি একের পর এক নতুন অফার নিয়ে এসেছে ৷ এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ Vodafone Idea এবার হাত মিলিয়েছে Home Credit India-র সঙ্গে। এর জন্য গ্রাহকরা এবার সস্তায় আর খুব সহজেই কিনতে পারবেন স্মার্টফোন। Home Credit India একটি ইন্টারন্যাশনাল কনজুমার ফাইনান্স প্রোভাইডার কোম্পানি। এই দুই কোম্পানি একজোট হওয়ার পর এমন একটি স্কিম লঞ্চ কর করেছে। এই স্কিমের সাহায্যে গ্রাহক 799 টাকার ডাউনপেমেন্ট করে স্মার্টফোন কিনতে পারবে। সঙ্গে ইউজার পেয়ে যাবে 180 দিনের অ্যাড ওন বেনিফিট। Home Credit India-তে স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 3,999 টাকা থেকে। গ্রাহকরা এখানে পেয়ে যাবে অনেক রেঞ্জের স্মার্টফোন আর ভ্যারাইটি। নতুন স্কিমের সাহায্য়ে গ্রাহকরা যে কোনও দামের 4G স্মার্টফোন কিনে নিতে পারবেন মাত্র 799 টাকার ডাউনপেমেন্ট করে ।
Post a Comment