কাজের মাসিকে দেওয়া হয়নি বোনাস, তাই সোজা চিঠি পুলিশের ডিসিকে


Odd বাংলা ডেস্ক: গত এক বছর ধরে এক বাড়িতে কাজ করছেন। সামনে পূজো, তার আগে বেতন ও বোনাস না দিয়েই কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন গৃহকর্তা। তাতেই ক্ষেপে গিয়ে গৃহকর্মী সোজা চলে যান থানায় অভিযোগ দিতে। ঘটনাটি ঘটেছে শহর কলকাতাতেই। ঢাকুরিয়ার পঞ্চাননতলার বাসিন্দা শান্তি চৌধুরী। গত ৩০ বছর অন্যের বাড়ি বাসন মেজে, কাপড় কেচেই দিন কেটেছে তার। তাই এবার নিজের প্রাপ্য আদায় বুঝে নিতে। রবীন্দ্র সরোবর থানায় গিয়ে হাজির হন তিনি। ওই গৃহকর্তার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে শান্তিদেবীর দাবি, তার প্রাপ্য থেকে তাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। তার অভিযোগ, প্রথম দিকে পুলিশ বিষয়টিকে বিশেষ আমল দেয়নি। কিন্তু ‘পশ্চিমবঙ্গ গৃহপরিচারিকা সমিতি’ শান্তিদেবীর পাশে দাঁড়ানোর পরে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবার একটু নড়েচড়ে বসেছেন।


অভিযোগ দায়ের হওয়ার পরে দিন কুড়ি কেটে গেলেও যখন অভিযুক্তকে ডেকে পাঠায়নি থানা, তখন গত ২৬ সেপ্টেম্বর সরাসরি ডিসি (দক্ষিণ-পশ্চিম) অজয় প্রসাদের কাছে অভিযোগ জমা দেন শান্তিদেবী ও সংগঠনের অন্য সদস্যেরা। তাদের অভিযোগ, পূজোর আগে বোনাস যাতে দিতে না হয়, সে জন্য নানা অজুহাতে পরিচারিকাদের ছাড়িয়ে দেওয়া হয়। একই দিনে ফের অভিযোগপত্র জমা দেন রবীন্দ্র সরোবর থানায়।
Blogger দ্বারা পরিচালিত.