রাজ্যপালের রাগ কমাতে তাঁকে ভাইফোঁটো দেবেন মমতা


Odd বাংলা ডেস্ক: রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলছেই। প্রতিবছর দিদি হিসেবে তৃণমূল নেতৃত্বের ভাইদের ঘটা করে ফোঁটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ফোঁটা দিতে চান মমতা। সূত্রের খবর, এই বার্তা দিয়ে ইতিমধ্যেই রাজভবনে নিমন্ত্রণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিজের বাড়ির কালীপুজোতেও রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। বুধবার টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল উদ্বিগ্ন ও ব্যথিত। রাজ্যের শাসনব্যবস্থায় যে উদ্বেগের ছবি ধরা পড়েছে , সে ব্যাপারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজকর্মীদের আহ্বান করছি’’। পাশাপাশি রাজ্যপাল লিখেছেন, ‘‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে মানুষের দারুণ উৎসাহ দেখেছি। কিন্তু জেলার শীর্ষ আধিকারিকরা অনুপস্থিত ছিলেন। কোনওরকম সহযোগিতা করেননি। দুর্ভাগ্যজনক! আমার সাংবিধানিক দায়িত্ব ব্যাহত হয়েছে’’। এই সবের মধ্যে দিদির এই প্রয়াস কি আসলে ক্রাইসিস ম্যানেজমেন্ট। 
Blogger দ্বারা পরিচালিত.