শাহরুখ-আমিরের সঙ্গে সেলফি টাইমে ব্যস্ত মোদী


Odd বাংলা ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার ছিল চাঁদের হাট। বলিউডের বাদশা শাহরুখ খান থেকে পারফেকশনিস্ট আমির খান, কঙ্গনা রানাওয়াত, একতা কপূর, অশ্বিনী আইয়ার তিওয়ারি থেকে করণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, সোনম কপূর, অনুরাগ বসু, ইমতিয়াজ আলি-সহ হাজির ছিল অনেক নামী দামি তারকাই। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার লক্ষ্যে হ্যাশট্যাগ ‘চেঞ্জ উইথইন’ (#ChangeWithin) এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। বলি তারকাদের প্রায় প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই পরিবর্তনের লক্ষ্যে অঙ্গীকার করেন। মোদী বলেন, “মহাত্মা গান্ধী ছিলেন সামাজিক ও অর্জিত মানবপ্রতিভার এক অনন্য উদাহরণ। তাঁর সৃজনশীলতার তুলনা ছিল না।
Blogger দ্বারা পরিচালিত.