মঙ্গলে যে প্রাণ আছে সেটা ১৯৭০ সালেই জানতে পেরেছিল NASA


Odd বাংলা ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক ইঞ্জিনিয়ার গিলবার্ট লেভিন দাবি করেছেন, ১৯৭০’র দশকে তারা মঙ্গলগ্রহে প্রাণের উপস্থিতি পেয়েছিলেন।

লেভিন ওই সময় ভাইকিংস নামের একটি মিশনে কাজ করেন। বিজ্ঞান বিষয়ক একটি লেখায় তিনি বলেছেন, ১৯৭৬ সালের দিকে দুটি আলাদা মহাকাশযান মঙ্গলে পাঠিয়ে প্রাণের অস্তিত্ব পরীক্ষা করেন তারা।

লেভিন লিখেছেন এভাবে, ‘১৯৭৬ সালের ৩০ জুলাই একটি মহাকাশযান প্রাথমিক পরীক্ষা শেষে ফিরে আসে। বিস্ময়করভাবে সেটা ইতিবাচক ছিল।’

এভাবে পাঁচটি পরীক্ষায় চারবার ইতিবাচক ফল পান বিজ্ঞানীরা। তারা দেখতে পান, লাল গ্রহে জীবাণুর শ্বাসক্রিয়ার অস্তিত্ব আছে।

মঙ্গলগ্রহ থেকে যে ডেটা পাওয়া যায়, তার সঙ্গে পৃথিবীর মাটির পরীক্ষার মিল রয়েছে বলে দাবি করেছেন লেভিন।

এই তথ্য এতদিন প্রকাশ না করার কারণ হিসেবে লেভিন বলেন, ‘এটা ওই অর্থে লুকানো কোনো তথ্য ছিল না। আমরা আরেকবার তখন পরীক্ষা করতে চেয়েছি। সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্তে আসা যায়নি বলে সামনে আনা হয়নি।’

এই সময়ের বিজ্ঞানীরা ওই পরীক্ষাকে ‘অসম্পূর্ণ’ বলছেন। নাসাও পরীক্ষাটি পরে আর অনুসরণ করেনি।
Blogger দ্বারা পরিচালিত.