দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন বোবদে
Odd বাংলা ডেস্ক: এবার দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন অরবিন্দ বোবদে। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সরকারকে লিখে জানালেন, তাঁর পরে ভারতের প্রধান বিচারপতি হওয়া উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদের। জানা যাচ্ছে, ওই চিঠিতে রঞ্জন গগৈ লেখেন যে, সরকারের উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার প্রক্রিয়া শুরু করতে। রঞ্জন গগৈ-এর পরে প্রবীণত্বের বিচারে ভারতের দ্বিতীয় বর্ষীয়ান বিচারপতি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল নাগপুরে জন্ম। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।
Post a Comment