সংবাদ পাঠিকার ভুঁড়ি কেন হবে? উত্তরে যা বললেন এই অ্যাঙ্কার
Odd বাংলা ডেস্ক: বডি শেমিং। মানে আপনাকে আপনার শরীরের আকৃতির জন্য সমালোচনা করা হবে। মানে আপনি মোটা হলে আপনাকে মুখের ওপর মোটা বলা হবে। এমনই ঘটনা ঘটেছিল এই সংবাদ পাঠিকার সঙ্গে। ট্রেসি হিমসনের বডি শেমিং নিয়ে টুইটার-ফেসবুকে যুদ্ধের সূত্রপাত গত ১২ অক্টোবর। টুইটারে ট্রেসিকে ট্যাগ করে একজন লেখেন, “আবহাওয়ার খবর পড়তে পড়তে কখনও নিজের ভুঁড়ির দিকে তাকিয়েছো? তোমার তো একটা ভুঁড়ি-গার্ড লাগবে। অথবা এমন পোশাক পরো যাতে বাইরে থেকে তোমার ফোলা পেট দেখা না যায়।” এই টুইট ভাইরাল হয়ে যায় নিমেষে। অনেকে হাসিমজা শুরু করেন। ট্রেসির ছবি নিয়ে মিমও তৈরি হয়ে যায়। আবার অনেট টুইটারাইটই এমন কুৎসিত বডি শেমিং-এর প্রতিবাদ জানান। ক্ষমা চাইতে বলেন।
Dear Mary, yes I do watch my air checks. NO I will not be strapping myself into a girdle because you don’t like my belly. I like pasta, bread and cheese too much to obsess over my weight. I like my body and that’s all that really matters. ❤️ Tracy #nomorefatshaming pic.twitter.com/awQ0Rh7qMd— Tracy Hinson (@tvalwx) October 12, 2019
Post a Comment