কেন্দ্র শাসিত অঞ্চল হয়েও নেই শান্তি, গ্রেনেড বিস্ফোরণ কাশ্মীরের প্রশাসনিক ভবনের বাইরেই


Odd বাংলা ডেস্ক: কেন্দ্র শাসিত অঞ্চল হয়েও শান্ত নেই উপত্যকা। শনিবার সকাল ১১টায় অনন্তনাগের ডেপুটি কমিশনারের অফিসের বাইরেই হল বিস্ফোরণ নিরাপত্তা বেষ্টনী বেশ মজবুত হলেও ঘটে গেলো গ্রেনেড হামলা। গত কয়েকদিনে উপত্যকায় জঙ্গি নাশকতার আশঙ্কা প্রবল হয়েছে। গোটা জম্মু-কাশ্মীর জুড়েই নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অনন্তনাগেরই নানা জায়গায় জঙ্গিদের নতুন ডেরা তৈরি হয়েছে। এই হামলা তারই ফল। অফিস চত্বরে গ্রেনেড বিস্ফোরণ হলে নিরাপত্তাকর্মী-সহ বহু মানুষের প্রাণ যেত। এদিকে এই বিস্ফোরণের ফলে আহত হয়েছেন ১০ জন। যাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মী ও সাংবাদিকরাও।
Blogger দ্বারা পরিচালিত.