কলকাতায় বিরিয়ানিতে আর আলু পাবেন না


Odd বাংলা ডেস্ক: শিরোনামটা পড়ে চমকে গেলেন? মাথার ওপর বাজ পড়ল? বাংলা সিরিয়ালের মতো সেকি! বলে উঠলেন? কিন্তু বিশ্বাস করুন আলুর বাজার সত্যিই এই রকমই হয়ে উঠেছে। বিরিয়ানি দোকানের মালিকদেরও মাথায় হাত। কারন পুজোর আগে জ্যোতি আলুর দাম ছিল কুইন্টাল প্রতি 1000/- টাকা। বর্তমানে দাম 1250/- থেকে থেকে 1400/- টাকা। ফলে খোলাবাজারে কেজি প্রতি জ্যোতি আলুর দাম 16/- থেকে 18/- টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি 20/- টাকা। ফলে ইতিমধ্যেই বেশ কিছু বিরিয়ানির দোকানে আলুর জন্য ৫টাকা করে আলাদা ভাবে ধার্য করেছে। অন্যদিকে এই ঘটনাতে চিন্তায় পড়েছে বিরিয়ানি প্রিয় বাঙালি। কারন তাদের জন্য ওটাই বিরিয়ানির আসল অ্যাট্রাকসন।    
Blogger দ্বারা পরিচালিত.