সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড তেজগাম এক্সপ্রেসে, পাকিস্তানে জারি মৃত্যুমিছিল


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে করাচি-রাওয়ালপিন্ডি তেজগাম এক্সপ্রেসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল। শেষ পাওয়া খবর অনুসারে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত প্রায় ৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে, যদিও এখনও পর্যন্ত কারওর দেহ সনাক্ত করা যায়নি। 

সূত্রের খবর, ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। ট্রেনের মধ্যেই কোনও এক যাত্রীর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে পাশে থাকা আরও দুটি স্টোভে আগুন লেগে যায় বলে খবর। সেই স্টোভের তেল ছড়িয়ে পড়ে এই ভয়ানক বিপত্তি ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি যে কোচে ঘটেছে সর্বগ্রাসী আগুন আরও দুটি কোচ জ্বালিয়ে দিয়েচে বলে খবর।  

প্রথমে ৪৭, পরে ৬৫ এইভাবে বাড়তে বাড়তে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও সেখানে জারি রয়েছে মৃত্যু মিছিল। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ জারি রেখেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুনের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। 
Blogger দ্বারা পরিচালিত.