ডোত্তুকে তুলে নিয়ে গিয়েছে ZOMATO -র ডেলিভারি বয়, ট্যুইটারে মিনতি তার মায়ের
Odd বাংলা ডেস্ক: পুনের কারভে রোডের বাসিন্দা বন্দনা। স্বামীর সঙ্গে থাকেন তিনি। বাড়ির অন্যতম সদস্য আদরের পোষ্য ‘ডোত্তু’। বলা চলে বন্দনা তাকে নিজের সন্তানের মতোই দেখতেন। সেই ১ মাস বয়স থেকে বড়ো করছেন ডোত্তুকে। কিন্তু এই ‘বিগল’ কুকুরটিই খোয়া গিয়েছে গত সোমবার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত বাড়ির ভিতরেই ছিল সে। এখানে ওখানে খেলে বেরাচ্ছিল। প্রথমে বন্দনা বা স্বামী কেউ বুঝতে পারেননি যে ডোত্তু হারিয়ে গিয়েছে। পরে ব্যাপারটা নজরে আসতেই আশেপাশের প্রতিবেশীর বাড়িতে পোষ্যকে খুঁজতে যান বন্দনার স্বামী। বন্দনার স্বামী জানিয়েছেন, আশেপাশেও নিজের হারিয়ে যাওয়া পোষ্যের খোঁজ করছিলেন তিনি। সেই সময়ে স্থানীয় একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন জোম্যাট-র ডেলিভারি বয়। তাঁদেরই মধ্যে একজন চিনতে পারেন কুকুরটিকে। তিনিই জানান, তাঁদেরই এক সহকর্মী নিয়ে গিয়েছে কুকুরটিকে। জানা যায়, ওই ডেলিভারি বয়ের নাম তুষার। এমনকি নিজেদের পোষ্যের সঙ্গে তুষারের একটি ছবিও পান বন্দনা এবং তাঁর স্বামী।
বন্দনা জানিয়েছেন, তুষারের নম্বর জোগাড় করে তাঁকে ফোন করা হয়। কুকুরটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তুষার স্বীকার করেন যে ডোত্তুকে তিনিই সঙ্গে করে নিয়ে এসেছেন। বন্দনা এবং তাঁর স্বামীর অভিযোগ, এরপর পোষ্যকে ফিরিয়ে দিতে বলার পর থেকেই নানান বাহানা দিতে শুরু করেন তুষার। এদিকে বন্দনা তখন কান্নাকাটি শুরু করেছে। ডেলিভারি বয় নাকি আরও জানিয়েছে সে কুকুরটিকে তার দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
@ZomatoIN @zomatocare@Rashmibansal #doglovers help @PETA #missingdog kidnapped by Zomato delivery guy Tushar Mobile number 08669582131on 7thOct from Poona at Karve Road,Deccan. pic.twitter.com/qLHnzEpwyT— Vandana Shah (@Vandy4PM) October 8, 2019
Post a Comment