পুজোতে বৃষ্টি হবেই, জানিয়ে দিল আলিপুর
Odd বাংলা ডেস্ক: এবার দেরি করেই এসেছে বর্ষা। তাই থাকবেও অনেকদিন। এরমধ্যে আবার পুজোও পড়ে যাচ্ছে। আশঙ্কাটা সত্যি হল। এবার পুজোতে বৃষ্টি হচ্ছেই। শুরুর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে দাপট বাড়াবে বৃষ্টি। ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। পরে দশমী পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ রাতের থেকে দিনে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে পনেরোই অক্টোবরের মধ্যে। রাজ্যে থাকবে কতদিন, তা নিয়ে অবশ্য কিছু জানায়নি হাওয়া অফিস।
তাই আপাতত ঝলমলে আকাশ থাকলেও, পুজোর আনন্দে বাধা হচ্ছেই বৃষ্টি৷ কলকাতা-সহ দঃবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে৷ নবমীতে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস৷
Post a Comment