রানু মন্ডলের মৃত্যুর খবরে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া
Odd বাংলা ডেস্ক: ভিউ পেতে এবং ভাইরাল হওয়ার লক্ষ্যে আমরা কতটা নিম্ন মানের কাজ করতে পারি। এই যেমন এই ইউটিউব চ্যানেলগুলি করেছে। শুধুমাত্র ভিউ পাবে বলে একটা জ্যান্ত মানুষকে মেরে ফেললো। কয়েকদিন ইউটিউবে ভি়ডিও ভাইরাল হয়ে যায় যে রানু মন্ডল নাকি মারা গেছে। কিন্তু পুরো খবরটাই ভিত্তিহীন।
“অ্যান্ড্রইড মেসেজ” নামের একটি ইউটিউব চ্যানেল সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছে যার ক্যাপশন ” আজকে মুম্বাইয়ের হাসপাতালে রানু মন্ডল মারা গেলেন।।সিঙ্গার রানু মণ্ডল” । ভিডিও তে বলা হয়েছে রানু মণ্ডল অসুস্থ এবং মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি। এছাড়াও তার আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার আর্জি জানানো হয়েছে। কিন্তু সম্পুর্ন ব্যাপারটাই আসলে ফেক। রানু মন্ডল বেঁচে আছে এবং সুস্থ আছে।
Post a Comment