"তুম বাঙালি সব ভিখারি হ্যায়" কালিঘাট মেট্রো স্টেশনে মহিলার অভিযোগের ভিত্তিতে যাত্রীকে বললো RPF
Odd বাংলা ডেস্ক: ঘটনাটি সোমবার সন্ধ্যাবেলার। এক মহিলা আচমকা অভিযোগ করেন কে নাকি তার ছবি তুলেছেন। মহিলা বলেন সিজারবাবু তাঁকে না জানিয়ে লুকিয়ে তাঁর ছবি তুলছিলেন। এ কথা শুনেই সেখানে কর্তব্যরত আরপিএফ রাজেশ কুমার মীনা তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। সিজারবাবু প্রতিবাদ জানালে তাঁলে লাথি পর্যন্ত মারা হয়ে বলে অভিযোগ। মারধরের পর সিজারবাবুকে নিয়ে যাওয়া হয় মেট্রো আধিকারিকের অফিসে। সেখানে গিয়ে তাঁর ফোন চেক করে দেখা হয়, কিন্তু ফোনে ওই মহিলার কোনও ছবি পাওয়া যায়নি। এরপরেই ফোন করে নিজের পরিচিতদের সেখানে ডাকেন সিজারবাবু। কিছুক্ষণের মধ্যেই ৪০ থেকে ৫০ জন সেখানে এসে উপস্থিত হন। সবাই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে আসে ‘বাংলা পক্ষ’ নামের একটি সংগঠনের সদস্যরাও। তাঁরাও বিক্ষোভে যোগ দেন।
পুরো ঘটনাতে ওই আরপিএফ কর্মী নাকি সিজার মিশ্রর কোনো কথা শোনেন নি। তারপর তাঁকে গালিগালাচ নাকি করেছেন ওই রেলওয়ে পুলিশ। সিজার মিশ্র অভিযোগ করেছেন, তাঁকে শুধু মারধর করা হয়নি, তাঁকে বাঙালি তুলে গালাগাল করেছেন ওই আরপিএফ। এমনকি তাঁকে ‘ভিখারি’ বলা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁদের দাবি, ক্ষমা চাইতে হবে আরপিএফ রাজেশ কুমার মীনাকে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় কালীঘাট মেট্রো স্টেশন চত্বরে।
Post a Comment