বউ ও শাশুড়ির মন্দির, ভারতেই আছে জানেন কি?
Odd বাংলা ডেস্ক: ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলের অধিকাংশ ঘরেই সন্ধ্যা থেকে শুরু হয় বিনোদন ভাগাভাগি। তাতে চলে একের পর এক সিরিয়াল। শ্বাশুড়ি-বউমার লড়াই-ঝগড়া-খুনসুটি নিয়ে ছোট পর্দার সামনে সময় কেটে যায় । কিন্তু জানলে অবাক হতে হবে যে, এই ভারতের মাটিতেই রয়েছে এক ‘সাস-বহু’ মন্দির। রাজস্থানের উদয়পুরের নাগড়া গ্রামে রয়েছে এই ঐতিহাসিক মন্দিরটি।
খ্রিস্টিয় দশম ও একাদশ শতকের কোনও এক সময়ে নির্মাণ করা হয়েছিল উদয়পুরের সাস-বহু মন্দির। কাছওয়া বংশের রাজা মহীপালের রানি ছিলেন বিষ্ণু ভক্ত। তাঁর সম্মানেই রাজা তৈরি করে দেন এক বিশাল বিষ্ণু মন্দির। পরবর্তীকালে, এই মন্দিরের পাশেই তৈরি করা হয় এক শিব মন্দির। কারণ রাজকুমারের স্ত্রী ছিলেন শিব ভক্ত।
ভগবান বিষ্ণুর এক নাম সহস্রবাহু। সেই নামানুসারেই রাজা মহীপাল এই মন্দিরের নাম রাখেন। কিন্তু, স্থানীয়দের কাছে তা পরিচিত ‘সাস-বহু’ মন্দির হিসেবেই।
প্রসঙ্গত, রাজস্থানের উদয়পুরে ঘুরতে গেলে, সাস-বহু মন্দির খুবই উল্লেখযোগ্য একটি স্থান। শহর থেকে এর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। এবং এই মন্দিরের মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে রয়েছে শিশোদীয় বংশের কুলদেবতা ‘একলিঙ্গ’ শিব মন্দির।
Post a Comment