সাভারকার জেলে থাকাকালীন ব্রিটিশদের পা ধরেছিলেন, বললেন অপর্ণা সেন


Odd বাংলা ডেস্ক: অভিনেত্রী অপর্ণা সেন এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তার মন্তব্য আরও জোরালো। ইতিমধ্যেই বিজেপির তরফে বলা হয়েছে যে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রচারক সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। আর সেটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে যে হঠাৎ সাভারকরকে কেন দিতে চাওয়া হচ্ছে ভারত রত্ন। এর আগে গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার বিরুদ্ধে সরব হয়েছিলেন অপর্ণা। কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে যৌথভাবে প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও পাঠিয়েছিলেন। এরপর সাভারকর নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে অনেকে মনে করছেন।


সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও। বৃহস্পতিবার মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, সাভারকর যে মতাদর্শ প্রচার করেছিলেন, তাতে তাঁকে ভারতরত্ন পুরস্কারের উপযুক্ত বলে বিবেচনা করা যায় না। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা জানি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাভারকরজির সম্মানে স্ট্যাম্প প্রকাশ করেছিলেন। ব্যক্তি হিসাবে সাভারকরের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। কিন্তু তিনি যে হিন্দুত্ববাদী মতাদর্শ প্রচার করতেন, আমরা তার বিরোধী।
Blogger দ্বারা পরিচালিত.