সাভারকার জেলে থাকাকালীন ব্রিটিশদের পা ধরেছিলেন, বললেন অপর্ণা সেন
Odd বাংলা ডেস্ক: অভিনেত্রী অপর্ণা সেন এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তার মন্তব্য আরও জোরালো। ইতিমধ্যেই বিজেপির তরফে বলা হয়েছে যে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রচারক সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। আর সেটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে যে হঠাৎ সাভারকরকে কেন দিতে চাওয়া হচ্ছে ভারত রত্ন। এর আগে গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার বিরুদ্ধে সরব হয়েছিলেন অপর্ণা। কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে যৌথভাবে প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও পাঠিয়েছিলেন। এরপর সাভারকর নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে অনেকে মনে করছেন।
Savarkar to be given Bharat Ratna posthumously? But did he not a send 4 mercy petitions to the British to get out of cellular jail, or have I got my history all wrong? Just asking....— Aparna Sen (@senaparna) October 17, 2019
Post a Comment