মোদীর ওপর রাগ করে পেঁয়াজ খাওয়া বন্ধ করেছেন হাসিনা


Odd বাংলা ডেস্ক: আসলে ভারতে পেঁয়াজের আকাল দেখা দিয়েছে। যার ফলে পেঁয়াজ রপ্তানি সম্পুর্ন রূপে বন্ধ হয়েছে বিদেশে। ফলে বাংলাদেশেও আর যাচ্ছে না ভারতের পেঁয়াজ। যার ফলে খুব অসুবিধা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগনের। পেঁয়াজের দাম বেড়েছে মারাত্মক। 
এদিন নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাট্টা করে বলেন যে এই মুহূর্তে যা পেঁয়াজের দাম তাতে আমি আমার রাঁধুনিকেও পেঁয়াজ ছাড়া রান্না করতে বলেছি। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন যে ভারত পেঁয়াজ বন্ধ করে ঠিক করেনি। এতে বাংলাদেশের মানুষের খুব অসুবিধা হচ্ছে। বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস সরবরাহ-সহ তিনটি প্রকল্পের উদ্বোধন হয় এ দিন। হাসিনা বলেন, “এই প্রকল্পের ফলে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রান্নার গ্যাসের সমস্যা অনেকটাই মিটবে।” বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন বাণিজ্য সম্মেলনে। এ দিন হাসিনা বলেন, “ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অসমে নাগরিক পঞ্জিকরণ নিয়ে বাংলাদেশকে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।”
Blogger দ্বারা পরিচালিত.