শ্রীনগরে গ্রেনেড হামলা, গুরুতর আহত ৬ জওয়ান
Odd বাংলা ডেস্ক: শনিবার বিকেলে ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শ্রীনগর। শ্রীনগরের করন নগর পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। শেষ পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত কোনও জঙ্গিকে চিহ্নিত করা যায়নি। তবে এই গ্রেনেড বিস্ফোরণের জেরে ছয়জন সিআরপিএফ জওয়ান গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে।
Jammu and Kashmir: 6 CRPF personnel injured in grenade attack by terrorists in Srinagar's Karan Nagar. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/z0uaozQIkn— ANI (@ANI) October 26, 2019
সূত্রের খবর আহত এই ৬ জওয়ান ১৪৪ ব্যাটেলিয়ানের। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপতালে ভর্তি করা হয়েছে বলে খবর। গত অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল ঘোষণার পর এক চাপানউতোর চলছিল। উপত্যকার পরিস্থিতিও ছিল যথেষ্ট থমথমে। তবে ধীরে ধীরে পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের পথে এগোচ্ছিল। তবে ফের একবার গ্রেনেড বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনির তরফে শুরু হয়েছে তল্লাশি অভিযান, তবে এখনও কোনও সন্ত্রাসবাদীর খোঁজ পাওয়া যায়নি।
Post a Comment