কালীপুজোয় তন্ত্রসাধনায় বলি দিতে পাচারের চেষ্টা ১ কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির পেঁচা, পুলিশের জালে পাচারকারী
Odd বাংলা ডেস্ক: রাজধানীর খুব কাছে গাজিয়াবাদ এলাকায় দিওয়ালির আগে পেঁচা চোরাচলানের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। চেকিং চলাকালীন গাজিয়াবাদের ইন্দিরাপুরমে দুজন ব্যক্তিকে গ্রেফতর করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর ওই ব্যক্তিরা বিরল প্রজাতির পাঁচটি পেঁচা চোরাচালান করছিলেন। গ্রেফতার হওয়া ওই দুই যুবক গাজিয়াবাদেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তন্ত্র সাধনার জন্য এই ধরণের বিরল প্রজাতির পেঁচার বিপুল চাহিদা রয়েছে বলে জানা গিয়েছে। তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য এইধরণের প্রাণীকে বলি দিয়ে থাকেন। বিশেষত দিওয়ালির আগে এই ধরণের তন্ত্র সাধনা করা হয়ে থাকে। তাই এই সময়ে এইসমস্ত প্রাণীর চাহিদা থাকে তুঙ্গে। আর সেই উদ্দেশেই ওই দুই যুবক তান্ত্রিকদের কাছে এই পেঁচাগুলি বিক্রি করবে বলে তা চোরাচালান করছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পেঁচাগুলি বিরল প্রজাতির এবং সেগুলির বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি এই ধরণের বিরল প্রজাতির প্রাণীগুলি ক্রেতা কারা, তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, যে বা যারা এই ধরণের প্রাণী কেনার সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, দীপান্বিতা অমাবস্যাতেই কালী পুজো করা হয়। আর এই দিনে লক্ষ্মী পুজোরও রীতি রয়েছে। আর পেঁচা হল মা লক্ষ্মীর বাহন। তাই এই কালী পুজোর রাতে তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য পেঁচা বলি দিয়ে থাকে। ধনদেবীকে তুষ্ট করতে এই রীতি প্রচলিত। আর সেই কারণে এই দিওয়ালির সময়ে পেঁচার পাচার বেড়ে যায়। প্রসঙ্গত, উদ্ধার হওয়া ওই বিরল প্রজাতির পাঁচটি পেঁচা পুলিশরা বনদফতরের হাতে তুলে দিয়েছে, এবং সেগুলিকে কোনও নির্জন প্রান্তরে ছেড়ে দেওয়া হবে বলে জানা হিয়েছে।
Post a Comment