শাহরুখ-সলমন থেকে রণবীর-আলিয়া- বাপুর স্মরণে বলিউড, দেখুন ভিডিও



Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার শাহরুখ-আমির-সহ এক ঝাঁক বলি তারকার সঙ্গে দেখা করেছেন। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অভিনব উদ্যোগ #ChangeWithin শুরু করা হয়েছে। যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে এক অভিনব উপায়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

মহাত্মার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যেই জনপ্রিয় চিত্রপরিচালক রাজকুমার হিরানি বলিউডের আটজন তারকাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন, যেখানে জাতির জনককে শ্রদ্ধা জানোনো হয়েছে। আর এই ভিডিওটি লঞ্চ করা হয়েছে শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রী মোদী নিজে সেই ভিডিওটি টুইট করেছেন। 




১০০ সেকেন্ডের এই ভিডিওতে মহাত্মা গান্ধীর জীবন, শিক্ষা এবং মুল্যবোধের কিছু টুকরো টুকরো কোলাজ গড়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, আমির খান, শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাট্, সোনম কাপুর আহুজা, কঙ্গনা রানওয়াত, ভিকি কৌশলকে। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন। 


Blogger দ্বারা পরিচালিত.