লক্ষ্য দীপাবলি, রাজধানীতে জারি কড়া সতর্কতা, বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা
Odd বাংলা ডেস্ক: চলছে উৎসবের মরশুম। আর কিছুদিন পরেই দীপাবলি। উৎসবের মেজাজে সারা দেশ। আর এরই মধ্যে দিল্লির পুলিশ স্টেশন এবং অন্যান্য পুলিশ কলোনিগুলিতে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানা গিয়েছে। কারণ গোয়েন্দা দফতর সূত্রে খবর ররয়েছে, বড়সড় জঙ্গি হামলা হতে পারে এই উৎসবের মরশুমে।
নির্দেশ অনুসারে দিল্লির পুলিশ স্টেশনে মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তা। উৎসবের মরশুমে কড়া নিরাপত্তা মোতায়েন করার জন্য চেষ্টাই বাকি রাখেননি তাঁরা। সূত্রের তরফে জানা গিয়েছে, গোয়েন্দা দফতরের তরফে দেওয়া নির্দেশ অনুসারে, পুলিশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের তাঁদের নিজস্ব এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
থানাগুলির নিরাপত্তার জন্য সশস্ত্র রক্ষীদের বলা হয়েছিল প্রধান ফটক যতটা সম্ভব কম ব্যবহার করা হয়। রাজধানীতে আগত পর্যটকদের ওপরেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী অঞ্চলে প্রায় ২০০টিরও বেশি থানা রয়েছে। এর মধ্যে নয়া দিল্লি, মধ্য দিল্লি, দক্ষিণ দিল্লি এবং উত্তর দিল্লি থানা সবচেয়ে সংবেদনশীল বলে মনে করা হচ্ছে।
Post a Comment