Big B কে শিখিয়েছেন অভিনয়, কে এই ফ্র্যাঙ্ক ঠাকুরদাস?


Odd বাংলা ডেস্ক: আজ ৭৭ বছরে পা রাখলেন অমিতাভ বচ্চন। কিন্তু কেউ কি জানেন 'বিগ বি'-র প্রথম অভিনয়ের শিক্ষাগুরু কে? সেই কথা জন্মদিনে নিজ মুখেই জানিয়েছেন অমিতাভ। ১৯৫৯ থেকে ১৯৬২ যখন অমিতাভ দিল্লির 'কিরোরি মাল কলেজ-এ বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়ছেন, সেই সময়ই তাঁর সঙ্গে আলাপ পঞ্জাবি ক্রিশ্চান ইংরেজির শিক্ষক ফ্র্যাঙ্ক ঠাকুরদাসের সঙ্গে। নানা ধরনের টুপি পরে কলেজে আসা এই ইংলিশ টিচারের সান্নিধ্যেই 'ডন'-এর অভিনয় শিক্ষার হাতেখড়ি। কারণ তিনিই মুখচোরা, লাজুক অমিতাভকে বলেছিলেন দেরি না করে কলেজের নাটকে অভিনয় করতে। অমিতাভের কথায়, 'আমার আজও মনে রয়েছে, স্যর আমায় বলেছিলেন আর সময় নষ্ট না করে কলেজের নাটকে অংশ নিতে। সেই আমার অভিনয় যাত্রা শুরু।'
Blogger দ্বারা পরিচালিত.