ভাইফোঁটার এই উপকরণটা ভুলে যাবেন না যেন, তাহলেই কিন্তু বড় মিস


Odd বাংলা ডেস্ক: ভাইফোঁটা এমন এক উত্‍সব যেখানে ব্রাহ্মণ পুজারীর দরকার হয় না। তবু বিশেষ না হলেও এর জন্যেও আছে কিছু রীতি রেওয়াজ। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ফোঁটা দেওয়া নেওয়াই রেওয়াজ। ফোঁটাগ্রহণের আগে উপবাস রাখা হয়। ফোঁটা বা তিলকদানের পর্ব মিটলে ভঙ্গ করা হয় উপবাস। কিন্তু ভাইফোঁটার একটি উপকরণ আজকাল বোনেরা মিস করে যায়। সেটা অনেকেরই অজানা। এই উপকরণটার কারনেই কিন্তু আসলে ভাইফোঁটা দেওয়ার পর ভাইয়ের আয়ু বৃদ্ধির মঙ্গলকামনা গৃহিত হয়। ঘাসের ডগায় যে ভোরের শিশির থাকে তা দিয়েই বাটতে হয় চন্দন। মূলত এটাই ফোঁটার প্রধান উপকরণ। এছাড়া প্রদীপের জল, ঘি ইত্যাদি দিয়েও ভাইফোঁটা দেওয়া হয়।
Blogger দ্বারা পরিচালিত.