ধনতেরাসের পুজোর সময় এই একটা জিনিস ভুলে গেলেই কিন্তু পুরোটাই বৃথা
Odd বাংলা ডেস্ক: প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে। এরপর নতুন একটি ঘট বা বাটি নিন। ওই পাত্রের মধ্যে চাল, পাঁচটি সুপারি, ২১টি পদ্মবীজ রাখুন। এবার অন্য একটি ঘটে গঙ্গাজল নিন। তার মধ্যে সোনা বা রূপোর কয়েনটি রাখুন। আর সেই ঘটির মুখ মালা দিয়ে জড়িয়ে রাখুন। লক্ষ্মী বা গণেশের ডানদিকে নতুন কেনা মূর্তি বা রুপোর কয়েন রাখুন। এছাড়াও এদিন সারারাত প্রদীপ জ্বেলে রাখুন। ফুল এবং নৈবেদ্য সাজিয়ে নিজের মতো করে পুজো করুন। সতলেই বিশ্বাস করেন এদিন কোনও ধাতু কিনলে পরিবারের শ্রীবৃদ্ধি হয়।
Post a Comment