আজ ধনতেরাসের সঠিক সময় কোনটা, কখন তিথি শুরু কখন শেষ


Odd বাংলা ডেস্ক: সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পড়ছে ধনতেরসের তিথি। পরের দিন দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। ধনতেরসের প্রদোষকাল শুরু হবে ২৫ অক্টোবর বিকেল ৫:৪২ মিনিট থেকে, শেষ হবে সন্ধ্যে ৮:১৫ মিনিটে। এমন সময়ের মধ্যেই সোনা কেনা শুভ বলে দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞের। 
Blogger দ্বারা পরিচালিত.