জঙ্গি নিধনে সফল ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীরের ত্রালে খতম ৩ জইশ জঙ্গি
Odd বাংলা ডেস্ক : চলতি বছরে জম্মু ও কাশ্মীরে পাক সেনার অনুপ্রবেশের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। দুপক্ষের মধ্যে ইদানিংকালে বেশ কয়েকবার গোলাবর্ষণের মতো ঘটনা ঘটেছে। এরক সিনিয়ার পুলিশ কর্তার কথায়, জম্মু ও কাশ্মীরের ত্রাল এলাকায় তিনজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।
পুলিশের ডিজিপি দিলবাগ সিং একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত তিন জঙ্গি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, ওই জঙ্গিরাই গত অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের গুজ্জর সম্প্রদায়ের দুই ব্যক্তিকে খুন করেছে। নিরাপত্তা রক্ষীরা এনকাউন্টার চালিয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র এবং বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment