TIKTOK থেকে এবার বিধানসভা, সোনালি হচ্ছেন বিজেপির MLA
Odd বাংলা ডেস্ক: দেশের মাটিতে টিকটক-কে বন্ধ করে দেওয়ার চেষ্টাও করা হয়েছে বহুবার। কিন্তু এবার সেই টিকটক থেকে উঠে আসা এক স্টার সোনালি ফোগটই নাকি হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। খবর অনুযায়ী হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে সোনালি ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে লড়বেন। ইতিমধ্যেই তিনি নিজের ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন টিকটকে ভিডিও তৈরি করে। এই খবরে নিন্দুকেরা বলছেন কী দিন এলো। আবার অন্যরা বলছেন এরকমই একজন ডিজিটালি অ্যাডভান্স মহিলা হরিয়ানাতে দরকার। তবে যে যা খুশি বলুক। সোনালি কিন্তু নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।
Post a Comment