নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ার মুসলিমদের হত্যা করছে তুরস্ক


Odd বাংলা ডেস্ক: লড়াইয়ে গুরুত্বপূর্ণ শহরটি হচ্ছে মানবিজ। ইউফ্রেতিস নদীর পশ্চিমে এ শহরের অবস্থান। তুরস্ক শহরটি দখল করতে দৃঢ়প্রতিজ্ঞ। ওদিকে, রাশিয়া-সমর্থিত সিরিয়া বাহিনী দ্রুত মার্কিন সেনাদের সরে যাওয়া খালি জায়গা পূরণ করতে অগ্রসর হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে সরকারি সেনাদেরকে শহরটিতে ঢুকতে দেখা গেছে। সেনারা শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানিয়েছেন সেখানকার এক বাসিন্দা। তুরস্ক-সমর্থিত সিরীয় যোদ্ধারা বলেছে, তারা মানবিজের দিকে এগিয়ে যেতে থাকবে। আর যে সেনারা শহরের ভেতরে ঢুকেছে তারা বেশিরভাগই কুর্দি যোদ্ধা। তারা এখন সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার রাস আল-আইন শহরে মঙ্গলবার সকালে প্রচণ্ড বোমা হামলার খবর পাওয়া গেছে। সেখানে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমেক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর এক মুখপাত্র প্রচণ্ড লড়াইয়ের খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পরই সেখানে তুরস্কের হামলার পথ সুগম হয়েছে বলে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই তুরস্ককে হুমকি দিয়ে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে দেশটির অর্থনীতি গুঁড়িয়ে দেওয়া হবে। সমালোচনা ক্রমেই বাড়তে থাকার মুখে সেই হুমকিই এখন বাস্তবায়ন করেছে ট্রাম্প প্রশাসন। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় দেশটির দুটি মন্ত্রণালয় ও তিনজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সদ্যই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এ পদক্ষেপের মুখেও তুরস্ক আরেক দফা সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা দিতে অনেক দেরী করে ফেলেছেন এবং তা যথেষ্টও নয়। মমানবিক বিপর্যয় এড়াতে তিনি তুরস্কের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নিতে পারেননি।
Blogger দ্বারা পরিচালিত.