ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান, নিহত ২ ভারতীয় জওয়ান


Odd বাংলা ডেস্ক: রবিবার সকাল সকাল ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী এলাকা কুপোয়াড়া জেলার টাঙ্গধর সেক্টরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। যার জেরে প্রাণ গিয়েছে উপত্যকার একজন সাধারণ মানুষের, সেইসঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেইসঙ্গে দুজন সেনা জওয়ান শহিদ হয়েছেন বলেও জানা গিয়েছে। 

আরও জানা গিয়েছে, দুপক্ষের গোলাগুলির জেরে দুটি বাড়ি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর ভারতীয় ভূখণ্ডে পাক অনুপ্রবেশকারীদের প্রবেশের পরই দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে খবর। প্রসঙ্গত এর আগের সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টরে লাইন অব কন্ট্রোল বরাবর যুদ্ধবিরতির ঘটনায় একজন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছিল। 

সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, ২০১৮ সালের থেকে চলতি বছরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, ২০১৯ সালের অক্টোবল পর্যন্ত পাকিস্তান ২৩১৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাশাপাশা নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪৭ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ২০১৮ সালে সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ১৬২৯ বার। 
Blogger দ্বারা পরিচালিত.