সোনা নয় ধনতেরাসে কিনুন এই জিনিসটা, ফেরত পাবেন দ্বিগুণ
Odd বাংলা ডেস্ক: ধনতেরাস-দিওয়ালিতে সোনা কেনার ঐতিহ্যটি এদেশে প্রায় হাজার বছর ধরে চলে আসছে। যদিও বাঙালিদের মধ্যে এই প্রথাটি জনপ্রিয় হয়েছে গত কয়েক দশকে। মূলত উত্তর ও পশ্চিম ভারতে ধনতেরাসে সোনা কেনা ও উপহার দেওয়ার চলটি রয়েছে। কিন্তু সকলের পক্ষে তো সোনা কেনা সম্ভব নয়, তাই অনেকেই সোনার পরিবর্তে রুপোর জিনিসও কেনেন। যাঁদের সামর্থ সীমিত, তাঁরা অন্ততপক্ষে রুপোর কয়েন কেনার চেষ্টা করেন। প্রচলিত হিন্দু রীতি অনুযায়ী, ধনতেরাস-দিওয়ালি উপলক্ষে সোনা বা রুপো যা কেনা হবে, তা দ্বিগুণ পরিমাণে ফেরত আসবে। অনেকেই দিওয়ালি-ধনতেরাসে ২৪ ক্যারাট সোনার কয়েন অথবা সোনার কাঠি কেনেন। এছাড়া গত কয়েক বছর ধরেই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইটিএফ বা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। এই ফান্ডটি হল এক ধরনের মিউচুয়াল ফান্ড। প্রতি ইউনিট ইটিএফ হল ১ ইউনিট বা ০.৫ ইউনিট সোনা। ইটিএফ-এর সুবিধা হল, অতি সহজেই এই ফান্ডকে টাকায় ট্রান্সফার করা যায়। এছাড়া শেয়ারের মতোই ইটিএফ থেকে লাভও করা যায়। যেমন, যখন সোনার দাম বেশি তখন ইতিমধ্যে জমে থাকা ইউনিট ভাঙিয়ে নেওয়া যাবে টাকায় আবার সোনার দাম পড়লে যতটা সম্ভব বেশি ইউনিট কিনে নেওয়া যায়।
Post a Comment