উটের জননাঙ্গে কামড় বসালেন মহিলা, তারপর...
Odd বাংলা ডেস্ক: রাগে উটের যৌনাঙ্গে কামড় বসালো মহিলা।কিছুদিন আগে লুইজিয়ানার ওই চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন ৬৮ বছরের গ্লোরিয়া ল্যানকাস্টার ও তাঁর স্বামী এডমণ্ড ল্যানকাস্টার। সঙ্গে ছিল তাদের পোষ্য কুকুর। ঘুরতে ঘুরতে তাঁরা আসে উটের খাঁচার সামনে। এরপরই আচমকা দম্পতির পোষা কুকুরটি দৌড়ে ঢুকে পড়ে সেই উটের খাঁচায়। দম্পতির অভিযোগ, উটটি কুকুরটিকে আক্রমণ করতে আসে। তারা হাজার চেষ্টা করেও উটটিকে তাড়াতে পারছিলেন না । তখন বাধ্য হয়ে হামাগুড়ি দিয়ে খাঁচায় ঢুকে পড়েন মহিলা। তাকে দেখে ভয় পেয়ে তার উপর বসে পড়ে উটটি। বিশাল শরীরের চাপে দমবন্ধ হয়ে আসতে থাকে গ্লোরিয়ার। আত্মরক্ষার কারণেই উটের যৌনাঙ্গে কামড় লাগান তিনি। আচমকা স্পর্শকাতর জায়গায় কামড় খেয়ে চমকে ওঠে উট বাবাজি, তারপরই দাঁড়িয়ে পড়ে। সেই সুযোগে উঠের খাঁচা থেকে পোষ্য কুকুরকে নিয়ে বেরিয়ে আসেন গ্লোরিয়া।এদিকে যৌনাঙ্গে কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়ে উটটি। হাসপাতালে ভর্তি করে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করে তোলা হয় ।
Post a Comment